× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণস্বাস্থ্য মেডিসিন ক্লাবের ইফতার অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২১ এপ্রিল ২০২২, ১৩:২৬ পিএম

মেডিসিন ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজে মেডিসিন ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ডেন্টাল ভবনের হল রুমে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।  

অনুষ্ঠানে মেডিসিন ক্লাবের সভাপতি তনয় খান বলেন, 'আর্ত-মানবতার সেবায় সর্বদা কাজ করছে মেডিসিন ক্লাব। ক্লাবের প্রধান লক্ষ্যই হচ্ছে মানুষকে বিনামূল্যে রক্ত দেওয়া। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। এ ইফতার মাহফিলের লক্ষ্যই ছিল পথশিশু ও এতিম বাচ্চাদের একদিন ইফতার করানো।‘

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক মোরশেদ। এছাড়াও অনুষ্ঠানে ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: কায়কোবাদ রাসেল, এনাটমি বিভাগের প্রভাষক ডা: বিরাজুল ইসলাম বিরাজ ও প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। 

এতিমখানায় ঈদ উপহার বিতরণ, পথশিশুদের ইফতার বিতরণ ও দোয়া প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, মেডিসিন ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতি বছর ইফতার মাহফিলের আয়োজন করে আসছে। বিনামূল্য রক্তদান, হেলথ ক্যাম্পেইন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.