× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুবর্ণচরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে FAF বৃত্তি পরীক্ষা–২০২৫

মনিরুল ইসলাম

১৫ নভেম্বর ২০২৫, ১৯:২৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নোয়াখালীর সুবর্ণচরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে FAF Scholarship Foundation বৃত্তি পরীক্ষা–২০২৫। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩টা থেকে একযোগে তিনটি কেন্দ্রে পরীক্ষাটি শুরু হয়। এই বছর প্রায় ৮৭৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষা সম্পন্ন করে।

পরীক্ষার কেন্দ্রগুলো ছিল—শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয় এবং চর মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনটি কেন্দ্রেই সুশৃঙ্খল, নিরাপদ ও শান্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রকের প্রধান ও কবির হাট সরকারি কলেজের প্রভাষক সফিকুল সাজু। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির, অসীম কুমার ও স্বদেশ কুমার নাথ। পাশাপাশি সহকারী কেন্দ্র সচিব ছিলেন হাফিজ আহমেদ, নাহিদ সুলতানা ও নিজাম উদ্দিন। তারা সকলে মিলে পুরো পরীক্ষার কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন।

এছাড়া কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন সাইদুর রহমান শুভীন, রোমানা আক্তার, মহিবউল্লাহ মহিব, জিয়াউর রহমান, সাইফুল ইসলাম সোহাগ, হারুনুর রশিদ, কামরুল ইসলাম এবং আরিফ হোসেন। এলাকার সম্মানিত ব্যক্তিবর্গও বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা ব্যবস্থাপনার প্রশংসা করেন।

শিক্ষার্থীরা শান্ত, নিরাপদ ও উৎসাহ-উদ্দীপনামুখর পরিবেশে পরীক্ষা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন। অভিভাবকরাও পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানান, যা আয়োজকদের উৎসাহ আরও বাড়িয়ে দেয়।


উল্লেখ্য, FAF Scholarship Foundation প্রতিষ্ঠিত হয় ১৯ অক্টোবর ২০২৪। প্রতিষ্ঠার পর প্রথম কার্যক্রম হিসেবে প্রায় ৭০ জন শিক্ষার্থীকে নিয়ে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। খুব অল্প সময়ের মধ্যেই সংগঠনটি শিক্ষাবিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে।

পরীক্ষা নিয়ন্ত্রকের প্রধান সফিকুল সাজু বলেন, “আমাদের স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে অত্যন্ত সফলভাবে বৃত্তি পরীক্ষা-২০২৫ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহ সত্যিই আনন্দদায়ক। এই বছর ৮৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। যা আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস।”

আয়োজকদের মতে, আগামী বছর আরও বৃহত্তর পরিসরে বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। যাতে আরও বেশি শিক্ষার্থী এতে অংশগ্রহণের সুযোগ পায়। সংগঠনটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য বিস্তৃত সুযোগ তৈরি করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.