× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবশেষে জানা গেল শাহরুখ-নয়নতারার ছবির নাম

বিনোদন ডেস্ক

০৩ জুন ২০২২, ০৯:৩১ এএম

শাহরুখ ও নয়নতারা

বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়ে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি সিনেমা নির্মাণ করছেন। যেখানে থাকবেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী নয়নতারাও। ভারতীয় গণমাধ্যমগুলো ছবিটিকে ‘লায়ন’ নামেই পরিচিতি করে আসছিল।

গত বছরের শেষের দিকে সিনেমাটিতে শাহরুখ খানের লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়অর পর এ নিয়েও আলোচনা কম হয়নি। তবে শাহরুখ খান এ নিয়ে কিছুই জানায়নি। এবার জানা গেল ছবিটির নাম লায়ন নয় ‘জওয়ান’।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাটলি পরিচালিত নতুন এই সিনেমার নাম ‘জওয়ান’। এর মাধ্যমে বলিউড পেতে চলেছে শাহরুখ-নয়নতারা জুটিকে। দক্ষিণী গণ্ডি পেরিয়ে এই সিনেমার মাধ্যমে বলিউডে হাতে খড়ি হতে চলেছে পরিচালকেরও। বলিপাড়ার খবর, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে সিনেমাটির প্রথম ঝলক। যদিও কিং খান কিংবা পরিচালক এ নিয়ে কিছু বলেননি।

সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। বাবা-ছেলের চরিত্রে অভিনয় করছেন তিনি। এজন্য প্রস্থেটিক মেকআপে দেখা যেতে পারে এই অভিনেতাকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.