× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেয়ের সঙ্গে অভিষেকের নাচের ভিডিও ভাইরাল

০৬ জুন ২০২২, ০১:২৪ এএম

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেয়ে আরাধ্যার সঙ্গে অভিষেক বচ্চনের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার (৫ জুন) ভাইরাল হওয়া সেই ভিডিও মুহূর্তের মধ্যেই নেটাগরিকদের মাঝে সাড়া ফেলে দেয়।

ভিডিওতে দেখা যায়, গায়ে শেরওয়ানি ও পায়ে স্নিকার পরে দুহাত তুলে উত্তাল নাচছেন অভিষেক বচ্চন। আর দর্শক সারির আসন থেকে জুনিয়র বচ্চনের সঙ্গে তাল মেলাচ্ছেন স্ত্রী ঐশ্বরিয়া রাই ও তাদের মেয়ে আরাধ্যা।

আবুধাবির অনুষ্ঠানে ফ্রেমবন্দি হওয়া সেই মুহূর্তে আরও দেখা যায়, বাবার আবন্দে সামিল হয়ে ছোটো আরাধ্যা তাকে উড়ন্ত চুমু ছুড়ে দিচ্ছে।

এই পুরস্কার অনুষ্ঠান ঘিরে প্রতি বছরই বলিউড পাড়ায় সাজ সাজ রব থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠানে কালো ঝলমলে ডিজাইনের পোশাকে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে আদরের মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন রাই-সুন্দরী।

বলিউডের প্রথম সারির জুটিদের মধ্যে অন্যতম অভিষেক ও ঐশ্বরিয়া। কিছু দিন আগেই কান চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন তারা। এবার আবুধাবির মঞ্চ মাতালেন অমিতাভ বচ্চনের ছেলে-বৌয়ের এই জুটি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.