× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণ-অর্থায়নে ‘জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব’

০৭ জুন ২০২২, ০২:২৬ এএম

জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি, চলচ্চিত্র আন্দোলন ও জহির রায়হান চলচ্চিত্র সংসদের সম্মিলিত প্রয়াসে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব’।

উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকছে ওয়ার্কশপ। ১০ থেকে ১২ জুন বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে উৎসবটি অনুষ্ঠিত হবে৷

উৎসবটি হচ্ছে গণ-অর্থায়নে৷ এই উৎসবে কোনো স্পন্সর থাকছে না বলে নিশ্চিত করেছেন উৎসব কমিটির আহ্বায়ক শামসুজ্জোহা স্থির।

তিনি  বলেন, ‘প্রথমবার আমরা তিন সংগঠন মিলে এটি করতে যাচ্ছি। যেটা আমাদের বড় একটা শক্তি। আর স্পন্সর নিলে হয়তো আমরা যেটা করতে চাই সেটা করতে পারব না, তাই আমরা যতটুকু পারি, আমাদের সাধ্যের মধ্যে উৎসবটি পরিচালনা করতে চাই।’

শামসুজ্জোহা স্থির জানান, এরই মধ্যে অনেকেই অর্থ পাঠিয়েছেন। অর্থের ঘাটতি এখনও কিছু রয়ে গেছে। তাই তারা উৎসবে আর্থিক সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সব চলচ্চিত্রপ্রেমী মানুষের কাছে আহ্বান জানিয়েছেন।

উৎসবের উদ্বোধন হবে ১০ জুন সকাল ৯টায়।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.