× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মনরোর রিল-রিয়েল লাইফ নেটফ্লিক্সে

১৮ জুন ২০২২, ০৩:৪৪ এএম

আমেরিকান অভিনেত্রী, গায়িকা, মডেল মেরিলিন মনরোর কথা অনেকেই জানেন। তার নাম পশ্চিম থেকে ছড়িয়েছে সব দিকে।

‘স্বর্ণকেশী বোম্বশেল’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পান মনরো। তাকে আখ্যা দেয়া হয় ‘যৌনতার প্রতীক’ হিসেবেও।

পঞ্চাশ ও ষাটের দশকে বাণিজ্যিকভাবে সফল সিনেমায় অভিনয় করেছেন মনরো। তার এসব অর্জন ৩৪ বছরের জীবনে। এরপর তার মৃত্যু হয়।

অল্প সময়ের এই জীবনে মনরো যা করেছেন, তা-ই ইতিহাস ও রহস্য হয়ে আছে বিশ্ব সিনেমায়। সেসব ঘটনা নিয়ে লেখা হয়েছে বই। সেখান থেকে নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্র।

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসতে যাচ্ছে তেমন একটি সিনেমা, যার নাম ‘ব্লন্ড’। এটি নির্মাণ করেছেন অ্যান্ড্রু ডমিনিক।

জয়েস ক্যারল ওটসের বেস্টসেলিং উপন্যাস অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমাটি। এর রেটিং দেয়া হয়েছে এনসি-১৭। অর্থাৎ ১৭ ও এর কম বয়সীরা এটা দেখতে পারবে না।

নেটফ্লিক্স সিনেমাটি নিয়ে তাদের আনুষ্ঠানিক বিবরণে জানিয়েছে, হলিউডের অন্যতম আইকন মেরিলিন মনরোর জীবনকে সাহসের সঙ্গে এবং নতুন করে তুলে ধরা হয়েছে সিনেমায়।

পর্দায় মেরিলিন মনরো নাম ধারণ করলেও তার শৈশব কেটেছে নরমা জিন হিসেবে। তার সেই অস্থির শৈশব, তারকাখ্যাতি এবং জটিল ভালোবাসার জীবনে যে অংশ দেখা যায় আর যেটি দেখা যায় না, তার সবই অন্বেষণ করা হয়েছে সিনেমায়।

এতে মেরিলিন মনরোর চরিত্রে অভিনয় করেছেন অ্যানানডি আর্মাস। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার। সাদা-কালো চিত্রে তুলে ধরা হয়েছে মনরোর আইকনিক চিহ্নগুলো।

পরিচালক অ্যান্ড্রুর বরাত দিয়ে ভ্যারাইটি জানিয়েছে, পরিচালকের চাওয়া, বিশ্ব কেবল মেরিলিনকে নয়, নরমা জিনকেও দেখুক। পরিচালকের চোখে গল্পটি সবচেয়ে সাহসী ও অকপট।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.