× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বলিউডে তনুশ্রী

২২ জুন ২০২২, ২৩:৩২ পিএম

বলিউড নামক প্ল্যাটফর্মে পা রাখলেন আরও এক বাঙালি নায়িকা, নাম তনুশ্রী চক্রবর্তী। রাইমা সেন, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়দের তালিকায় যুক্ত হলো তার নাম। সেখানে তিনি জুটি বাঁধছেন সানি দেওলের সঙ্গে।

নিজের প্রথম হিন্দি সিনেমায় তনুশ্রীকে দেখা যাবে সানির স্ত্রীর চরিত্রে। সানি মানেই যে ‘অ্যাকশন’, তা বলার অপেক্ষা রাখে না। নতুন সিনেমায় তার ব্যতিক্রম ঘটছে না বলে জানিয়েছে সূত্র। তার পাশাপাশি পর্দায় অ্যাকশনে দেখা যাবে নায়িকা তনুশ্রীকেও। 

জানা গেছে, যোধপুর, উদয়পুরে হচ্ছে সিনেমার শুটিং। এরইমধ্যে শুটিং প্রায় শেষ পর্যায়ে। তবে সিনেমার বিষয়ে কোনো তথ্যই দেননি নায়িকা। তিনি বলেন, এ বিষয়ে কোনো কথা বলতে পারব না।  

বাংলার অভিনেতা-অভিনেত্রীদের বলিউডের যাত্রা এই প্রথম নয়। কলকাতা থেকে মুম্বাই কিংবা দক্ষিণ, সবখানে দাপিয়ে বেড়াচ্ছেন যিশু। হিন্দি সিনেমায় নিয়মিত দেখা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়কে। 

একের পর এক সিরিজে স্বস্তিকাও বেশ এখন পরিচিত মুখ। মুক্তি পেতে চলেছে আবীর চট্টোপাধ্যায়ের প্রথম হিন্দি সিরিজ। সেই তালিকাতেই এবার যুক্ত হলেন তনুশ্রী।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.