× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কঙ্গনার অভিশাপেই মুখ্যমন্ত্রীত্ব হারাচ্ছেন উদ্ধব?

২৩ জুন ২০২২, ২২:৫৭ পিএম

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অভিশাপই যেন লেগে গেছে। এই মুহূর্তে ভাররতের মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। বুধবারই  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরকে তার সরকারি বাসভবন ছাড়তে হয়েছে। 

এরই মাঝে ভাইরাল কঙ্গনা রানাওয়াতের পুরোনো একটি ভিডিও। যেখানে উদ্ধব ঠাকরেকে অভিশাপ দিচ্ছেন অভিনেত্রী। পুরনো এই ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে। 

ভিডিওটি দুবছর আগের। যখন বিএমসির তরফ থেকে ভেঙে দেওয়া হয়েছিল কঙ্গনার অফিসের একাংশ। তখনই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশে একটি ভিডিওতে কঙ্গনা বলেছিলেন, উদ্ধব ঠাকরে তোর কী মনে হয়? ফিল্ম মাফিয়াদের সঙ্গে আমার ঘর ভেঙে তুই বড় বদলা নিয়ে নিয়েছিস? আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহংকার ভাঙবে। এটা সময়ের চাকা, মনে রাখিস। 

এক নেটিজেন সেই ভিডিও শেয়ার করে লিখেছেন ২০২০ সালেই উদ্ধব ঠাকরের ভবিষ্যত জেনে গিয়েছিল কঙ্গনা রানাওয়াত। তবে এখানেই শেষ নয়, আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যেখানে কঙ্গনা বলছেন, ইতিহাস জানে যারা যারা নারীদের অপমান করেছে, তার পতন নির্ধারিত। আমি কারও ক্ষতি করিনি। কিন্তু আমাকে অপমান করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.