× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘বিক্রান্ত রোনা’র ট্রেইলার

বিনোদন ডেস্ক

২৩ জুন ২০২২, ২৩:০৬ পিএম

একাধিক ভাষায় প্রকাশ পেল কিচ্চা সুদীপ এবং জ্যাকুলিন ফার্নান্দেজের বহুল প্রতীক্ষিত সিনেমা বিক্রান্ত রোনার ট্রেইলার।

ট্রেইলারে অনুমান করা যায়, গল্পটি রহস্যজনক বলে মনে হয়। একটি আজব গ্রামের ঘটনা নিয়ে মোড়া এর গল্প। যে গ্রামের মানুষ ভয়ংকর কোনো কাহিনিকে আড়াল করতে চাচ্ছেন, কিন্তু নিজের ভয় আড়াল করতে পারছেন না।

আর সেই ভয় দূর করতে আগমন ঘটে পুলিশ ইন্সপেক্টর চরিত্রে অভিনয় করা কিচ্চা সুদীপের। তার আগমনে কাহিনি মোড় নেয় অন্যদিকে। দুর্দান্ত ভিজ্যুয়াল, অ্যাকশন ও রোমাঞ্চকর একটি ট্রেইলার।

হিন্দি ভাষায় এর ট্রেইলার লঞ্চ করেন সালমান খান। একই সঙ্গে তামিল ভাষায় ধানুশ, মালয়ালমে দুলকার সালমান, তেলেগুতে রাম চরণ এবং কন্নড় ভাষায় এটি প্রকাশ করেন কিচ্চা সুদীপ।

নেটিজেনরা বিক্রান্ত রোনার ট্রেইলার দেখে উচ্ছ্বসিত এবং এটি কন্নড় সুপারস্টার সুদীপের সবচেয়ে বিগ বাজেটের চলচ্চিত্রগুলোর মধ্যে একটি।

অনুপ ভান্ডারির ​​পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন রবিশঙ্কর গৌড়া, নিরুপ ভান্ডারি, মধুসূদন রাও এবং বাসুকি বৈভবসহ অনেকে। এটি প্রযোজনা করেছে সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান সালমান খান ফিল্মস।

থ্রিডি এই সিনেমাটি কন্নড়, তামিল, তেলেগু, মালয়লাম, হিন্দি, আরবি, জার্মান, রাশিয়ান, ম্যান্ডারিন ও ইংরেজিসহ অনেক ভাষায় মুক্তি পাবে।

এদিকে এর আগেই নির্মাতারা ঘোষণা করেছেন যে অ্যাকশন-অ্যাডভেঞ্চার থ্রিলারটি আগামী ২৮ জুলাই মুক্তি পাবে।




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.