× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রেমিকা রুক্মিণীর জন্মদিনে সারপ্রাইজ দিলেন দেব

২৭ জুন ২০২২, ২৩:৩২ পিএম

টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র দীর্ঘদিন ধরেই প্রেম করছেন। অকপটে দু’জনেই তা স্বীকার করেন। আরও একবার ভালোবাসার বার্তা ছড়িয়ে দিলেন এই জুটি।

২৭ জুন রুক্মিণীর জন্মদিন। প্রেমিকার বিশেষ দিন বলে কথা, দেব তো বিশেষ আয়োজন করবেনই। ঠিক তাই, জন্মদিনে প্রেমিকাকে সারপ্রাইজ দিয়েছেন অভিনেতা। তিন স্তরের বিশাল কেক এনেছেন, বেলুন দিয়ে সাজিয়েছেন পার্টির স্থান। কেকের ওপর লেখা ‘হ্যাপি বার্থডে রকস্টার’।

দেবের সারপ্রাইজ পার্টিতে সাদা কালো কম্বিনেশনের একটি ওয়েস্টার্ন পোশাক পরে হাজির হন রুক্মিণী। এরপর প্রেমিকের ক্যামেরায় ধরা দেন গ্ল্যামারাস রূপে। সে ছবি দেব নিজেও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে।

রুক্মিণীর জন্মদিন উপলক্ষে একটি বিশেষ ছবিও পোস্ট করেছেন দেব। যেখানে দেখা গেল, একে-অপরের হাত ধরে বিস্তৃত প্রান্তরে হেঁটে যাচ্ছেন তারা। ছবিই জানান দিচ্ছে, হাতে হাত রেখে জীবনের পথে এভাবেই এগিয়ে যেতে চান এই যুগল। ছবির ক্যাপশনে সুপারস্টার লেখেন, ‘আমি সবচেয়ে বেশি খুশি থাকি যখন তুমি খুশি হও।’

উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম বড়পর্দায় জুটি বেঁধেছিলেন দেব-রুক্মিনী। যদিও এর অনেক আগে থেকেই একে-অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তারা। প্রথম দিকে সম্পর্ক নিয়ে লুকোছাপা করেছিলেন বটে। তবে এখন সবার সামনেই প্রেম জাহির করেন।

দীর্ঘদিন ধরে প্রেম করলেও বিয়ে নিয়ে তাদের আপাতত পরিকল্পনা নেই। কিছুদিন আগেই দেব জানিয়েছেন, বিয়েটা গুরুত্বপূর্ণ নয় তার কাছে। বরং একসঙ্গে ভালো থাকাটাই জরুরি।




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.