× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাকিব খানের সঙ্গে বিয়ের তারিখ প্রকাশ করলেন বুবলী

বিনোদন ডেস্ক

০৩ অক্টোবর ২০২২, ০৯:৩২ এএম । আপডেটঃ ০৩ অক্টোবর ২০২২, ১০:৫০ এএম

বুবলীর দেওয়া তথ্যমতে, শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ের তারিখ ২০১৮ সালের ২০ জুলাই। বুবলী তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০/০৭/২০১৮ এবং ২১/০৩/২০২০। প্রথমটি আমাদের বিয়ের তারিখ ও অন্যটি আমাদের সন্তানের জন্মতারিখ।’ 

বুবলী জানিয়ে দেন, পোস্ট করা স্থিরচিত্রগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে তোলা। সবার কাছে দোয়াও চেয়েছেন শবনম বুবলী।

প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুজনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি। নিজেদের মতো করেই দুজন চলচ্চিত্রের কাজ করে গেছেন। এরই মধ্যে ২৭ সেপ্টেম্বর বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। এরপরই রহস্য দানা বাঁধতে থাকে। সবাই বলাবলি করতে শুরু করেন, তাহলে কি বুবলী সত্যিই মা হয়েছেন?

শেষ পর্যন্ত সত্যি সত্যি জানা যায়, বুবলী মা হয়েছেন, তা–ও ২০২০ সালের ২১ মার্চ। গত শুক্রবার তাঁরা দুজন আনুষ্ঠানিকভাবে সন্তানের বিষয়টি সামনে আনলেন। সন্তানের বিষয়টি সামনে আনার মধ্য দিয়ে কয়েক দিনের নাটকীয়তার অবসান হয়—সন্তানকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেন শাকিব খান ও শবনম বুবলী।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.