× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিয়ের চার মাসেই যমজ সন্তানের মা হলেন নয়নতারা

১০ অক্টোবর ২০২২, ০১:৪৩ এএম

যমজ সন্তানের মা হয়েছেন শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার নায়িকা নয়নতারা। রোববার (৯ অক্টোবর) সন্তানসহ মায়ের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে সদ্য বাবা হওয়া চলচ্চিত্র নির্মাতা বিঘ্নেশ শিবন লিখেছেন, ‘নয়ন আর আমি আজ মা-বাবা হলাম। আমাদের যমজ পুত্র সন্তান হয়েছে।’

দীর্ঘ প্রেমের পর গত জুনেই বিয়ে হয়েছে নয়নতারা এবং বিঘ্নেশের। অভিনেত্রী সেই সময়েই সন্তানসম্ভবা ছিলেন। গত তিন মাসে অভিনেত্রীর মা হওয়ার পর্বেরও বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন স্বামী।

ওই পোস্টে দুই পুত্র সন্তানের নাম জানিয়ে বিঘ্নেশ লিখেছেন, ‘আমাদের প্রিয় উয়ির এবং উলাগামের জন্য আপনাদের আশির্বাদ চাচ্ছি। জীবন এখন দ্বিগুণ সুন্দর। ঈশ্বরেরও দ্বিগুণ মহিমা।’

এদিকে মা হওয়ার পরে সামাজিক মাধ্যমে অভিনেত্রী নয়নতারার পক্ষ থেকে আলাদা করে কোনো খবর আসেনি। তবে অভিনেত্রী এবং দুই সন্তানের ছবির প্রকাশ্যে আসতেই ভারতীয় সিনেমা মহলের কলাকুশলীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন নতুন বাবা-মাকে।





Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.