× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাদুঘরে অনুমতি মিলেনি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গাইবেন কবির সুমন

বিনোদন প্রতিবেদক

১৪ অক্টোবর ২০২২, ০৪:১৮ এএম

শাহবাগে জাতীয় জাদুঘরে অনুষ্ঠান করার অনুমতি না পাওয়ায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কবির সুমন গাইবেন বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান 'পিপহোল'-এর কর্মকর্তা মীর আরিফ বিল্লাহ।

শুক্রবার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, 'আমদের মিটিং চলছে। আপাতত তেমন কিছুই বলতে না পারলেও শুধু বলছি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে গাইবেন কবির সুমন।  অনুমতিও প্রায় হয়ে গেছে। বিস্তারিত পরে জানাচ্ছি।'

এর আগে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কবির সুমনের গানের অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে আয়োজক প্রতিষ্ঠান পিপহোলের কর্মকর্তারা। জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশনের কথা ছিল। সে অনুযায়ী অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কাছে। কিন্তু অনুমতি মিলেনি। 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম জাানন, জাদুঘরের মতো কি–পয়েন্ট ইনস্টলেশনে (অতি গুরুত্বপূর্ণ স্থাপনা) আমরা এই ধরনের প্রোগ্রামের অনুমতি দিতে পারি না। তবে আয়োজকেরা যদি অন্য কোথাও অনুষ্ঠান আয়োজনের অনুমতি চান, তবে আমরা তা বিবেচনা করব।

অনুমতি না পাওয়াতেই অনুষ্ঠানের স্থান পরিবর্তন করে ভিন্ন স্থানে কবির সুমনের অনুষ্ঠান হওয়ার কথা জানালেন আয়োজকরা।


আরও পড়ুন

কবীর সুমনের অনুষ্ঠানের বিকল্প ভেন্যু খুঁজছেন আয়োজকরা

কবীর সুমনের গানের অনুষ্ঠানের অনুমতি দেয়নি ডিএমপি

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.