নাচ, অভিনয়, বিতর্ক, গানচর্চায় ছিল সবই, এর মধ্যে গান নিয়েই তার এগিয়ে চলা। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করছেন সংগীত নিয়ে।
‘ক্ষুদে গানরাজ ২০১৬’ খ্যাত শিল্পী অনিন্দিতা অথি দেশাত্মবোধক গান ও নজরুল সংগীতে ২০১৪ সালে অর্জন করেন জাতীয় পুরস্কার। বাবা অজিত কুমার সাহা ও মা লিখা সাহার বড় সন্তান তিনি। সংগীতে তালিম নিয়েছেন ইত্তেফাক আহমেদ, অনিল কুমার সাহা, ফেরদৌস আরা প্রমুখ সঙ্গীত গুরুর কাছে।
‘দিন যায় দিন যায়’, ‘কিছু লাগে না ভালো’, ‘ভালোবেসে পাখিটি’, ‘মনটা খুঁজে পাচ্ছি না’, ‘বঙ্গকন্যা’, ‘দেখা দাও মা’ ইত্যাদি রয়েছে অথির মৌলিক গানের ঝুলিতে।
বর্তমানে একটি সিনেমার জন্য প্লে-ব্যাক করছেন তিনি। সিনেমাটি শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশনের মধ্য দিয়ে ব্যস্ত সময় কাটছে শিল্পীর।
এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের নিয়মিত আয়োজন ‘আজ গানের দিন’-এ রোববার (৩০ অক্টোবর) শ্রোতাদের সরাসরি গান গেয়ে শোনাবেন অনিন্দিতা। রাত ১০টায় এনিগমা টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে ‘আজ গানের দিন’র পঞ্চদশ পর্ব।
অনুষ্ঠানটি এনিগমার ফেসবুক ও ইউটিউব পেজেও উপভোগ করা যাবে।