বরেণ্য সংগীতশিল্পী কলিম শরাফীর দ্বাদশ প্রয়াণ বার্ষিকীতে তার প্রতিষ্ঠিত সংগীত ভবন আগামীকাল শুক্রবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংগঠনের পক্ষে মো. তমিজ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
বীরমুক্তিযোদ্ধা শিল্পী মাহমুদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করবেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পীসংস্থার সভাপতি বীরমুক্তিযোদ্ধা শিল্পী তপন মাহমুদ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায়।
অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করবেন সংগীত ভবনের শিল্পীবৃন্দ।