× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন দুই গান নিয়ে আসছেন বৃষ্টি দোলা

আহমেদ সাব্বির রোমিও

১৭ নভেম্বর ২০২২, ০৩:৫২ এএম

তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী বৃষ্টি দোলা। জীবনের চড়াই-উৎরাই পেরিয়ে নিজেকে মেলে ধরছেন দেশের সংগীত ভুবনে। প্রতিনিয়ত নিজেকে ব্যস্ত রেখেছেন সঙ্গীত নিয়ে। 

সম্প্রতি নিজেরই গাওয়া দুটি মৌলিক গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন নিজেই। 

রনক রায়হানের কথা ও সুরে ‘প্রেমের বরশী’ এবং রাসেলের কথা ও সুরে ‘মন শিকারী’। 

গান দুটোর সঙ্গীতায়জন করেছেন জাহিদ বাশার। ভিডিও চিত্র ধারণ করেছেন সানি খান এবং নির্মাণ করেছেন এ বাবুল। 

একেবারে গ্রামীণ পরিবেশে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গান দুটির ভিডিওর শুটিং করা হয়েছে। 

গান দুটি ও ভিডিও নিয়ে বৃষ্টি দোলা বলেন, প্রথমবারের মতো নিজের গানে নিজেই মডেল হিসেবে কাজ করেছি। ফলে ভালো লাগাটা একটু আলাদা। তাছাড়াও গান দুটো একটু ভিন্ন রকম। আশা করি, আমার নতুন গান দুটি সবার পছন্দ হবে।

তিনি বলেন, গান নিয়ে অনেক বড় পরিকল্পনা আছে। গান আমার নেশা। কখনোই গান ছাড়তে পারব না। সবার দোয়া আর ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। যতদিন বেঁচে থাকব, গানেই নিজেকে ব্যস্ত রাখবো।

নির্মাতা এ বাবুল বলেন, কথা, সুর ও সংগীত মিলিয়ে বেশ ভালো দুটি গান হয়েছে। কথার সঙ্গে মিল রেখেই গান দুটোর মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, শ্রোতাদের খুব ভালো লাগবে। 

প্রসঙ্গত, গান দুটো শিগগিরই বৃষ্টি দোলা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.