× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

২৪ নভেম্বর ২০২২, ০২:০৬ এএম

অনেক সমস্যা পেরিয়ে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ গানের জনপ্রিয় শিল্পী নিক জোনাসের ঘরে তাদের মেয়ে মালতী এসেছে। মেয়ের পুরো নাম মালতী মেরি চোপড়া জোনাস। মেয়ে জন্মের পর প্রায় ১০০ দিন হাসপাতালে বিশেষ ‘কেয়ার’ থেকে সুস্থ হয়ে মালতী বাড়িতে এসেছে। শিশুকন্যাকে নিয়ে প্রিয়াঙ্কা ও নিকের আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসায় আনন্দের বন্যা বইছে।

মালতী জন্মের পর থেকেই বিভিন্ন সময় একটু একটু করে মেয়ের বিভিন্ন সময়ের ছবি ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা-নিক। তবে এর আগে মেয়ের মুখ এতটা প্রকাশ্যে আনেননি প্রিয়াঙ্কা। আজ (২৩ নভেম্বর) মালতীর অর্ধেক মুখের ছবি প্রকাশ করেছেন তিনি।

প্রিয়াঙ্কা-নিকের মেয়ের ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। তাদের ভক্তরা ভীষণ খুশি মেয়ের ছবি দেখে। কেউ কেউ বলছেন প্রিয়াঙ্কার মেয়ের চেহারায় ভারতীয় ছাপ একেবারে নেই বললেই চলে। গোলাপি গাল, টুপি দিয়ে ঢাকা মালতীর চোখ। ছবিটা দেখে বোঝা যাচ্ছে মালতীর ঘুমের সময়ে তোলা।

উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসে জন্ম নিয়েছিল নিক-প্রিয়াঙ্কার কন্যা মালতী মেরি চোপড়া জোনাস। সারোগেসির মাধ্যমে জন্ম হয় নিক-প্রিয়াঙ্কার কন্যার। মালতীর বয়স প্রায় ১০ মাস হতে চলেছে। তাদের রাজকন্যাকে নিয়ে চলছে সামনের দিনগুলো আরও আনন্দময় করার পরিকল্পনা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.