× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে নাচবেন নোরা ফতেহি

বিনোদন ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২২, ২২:৩৫ পিএম

কাতারে ফিফা বিশ্বকাপ ২০২২ আসরের সমাপনী অনুষ্ঠানে নাচবেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি; আর তার সঙ্গী হবেন বালকিস, রহমা রিয়াদ এবং মানাল। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে নাচবেন তারা।

ইতোমধ্যে বলিউডে বহু সিনেমায় আইটেম গানের সঙ্গে নাচ করেছেন নোরা। তবে ফুটবল বিশ্বকাপের মতো বড় আসরে নোরার নাচের সুযোগ কেবল তার জন্য নয়, ভারতীয়দের জন্যও একটি চমক।

ফিফার বিবৃতি অনুযায়ী, রোববার বিশ্বকাপ ২০২২ আসরের ফাইনাল ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে। তার অন্তত দেড় ঘণ্টা আগে, অর্থাৎ বিকেল ৪.৩০টের মধ্যে স্টেডিয়ামের দর্শকদের আসন গ্রহণ করতে বলা হয়েছে। সেই সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এমন জমকালো অনুষ্ঠান করা হবে, যা সারা জীবন মনে থেকে যাবে সমর্থকদের।

ঠিক কখন থেকে সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে এবং কত ক্ষণ চলবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি; তবে কারা অংশগ্রহণ করবে, সেই তালিকা প্রকাশ করেছে ফিফা। ‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলন চলবে, যেখানে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর ভিডিওচিত্র দেখানো হবে।

অনুষ্ঠানে বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গাইবেন আমেরিকার গায়ক ডেভিডো এবং আইশা। তারপর বিশ্বকাপের আর একটি গান ‘আর্বো’ গাইবেন ওজুনা এবং গিমস।

রোববার শেষ হচ্ছে কাতার বিশ্বকাপ । ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে ম্যাচ। খেলবে ফ্রান্স এবং আর্জেন্টিনা।

এই ম্যাচকে দেখা হচ্ছে লিয়োনেল মেসি এবং কিলিয়ান এমবাপের দ্বৈরথ হিসাবেই। এক জন ফুটবলজীবনের শেষ প্রান্তে এসে ট্রফি জিততে মরিয়া। আর অপর জন নিজের দ্বিতীয় বিশ্বকাপ জিততে চান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.