× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ গানের দিনে গাইবেন নোশিন তাবাসসুম স্মরণ

বিনোদন প্রতিবেদক

১৮ ডিসেম্বর ২০২২, ০৬:২৫ এএম

নোশিন তাবাসুম স্মরণ বর্তমান সময়ের প্রতিভাময়ী সঙ্গীতশিল্পী। সংগীতের সঙ্গে তাঁর যোগসূত্র মাত্র তিন বছর বয়সে। আর আনুষ্ঠানিক যাত্রা ‘মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০০৮’ প্রতিযোগিতার মধ্য দিয়ে। পেশাগতভাবে সম্পৃক্ত হন ২০০৮ সালে। বেশ কিছু নাটক ও সিনেমায়ও গান গেয়েছেন। স্মরণের মৌলিক গানের মধ্যে উল্লেখযোগ্য ‘কাছে আসতে মানা’, ‘গুনগুন পাখিরা আকাশে’, ‘আমার মা রাজকন্যা’, ‘ভালোবাসা কারে কয়’। 

তরুণ প্রজন্মের শিল্পী স্মরণ আজ রোববার (১৮ ডিসেম্বর) গাইবেন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের নিয়মিত সঙ্গীত আয়োজন ‘আজ গানের দিন’-এ। আজ রাত ৮টায় এনিগমা টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। এনিগমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাবে ‘আজ গানের দিন’।

স্মরণের পড়ালেখাও সঙ্গীতকেন্দ্রিক। স্নাতকোত্তর করছেন ইংরেজি সাহিত্যে। সঙ্গীত নতুন কুঁড়ি পদক, শাপলা কুঁড়ি পদক, মেরী পদক, এজাহিকাফ অ্যাওয়ার্ড, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসহ তাঁর অর্জনও অনেক। সঙ্গীতে তালিম নিয়েছেন অনুপ বড়ুয়া, রেজওয়ান আলী লাবলু, সেহেলী মাসুদ প্রমুখ গুণী সঙ্গীতজ্ঞের কাছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.