তারকা দম্পতি নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপু’র ছেলে এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান।
চলতি বছরের সবচেয়ে ব্যবসা সিনেমা, জনপ্রিয় সিনেমা ‘পরাণ’-এ তিনি সিফাত চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন, দর্শকের মন জয় করে নিয়েছেন।
পরাণের পর তিনি আর কোনো নতুন সিনেমাতে অভিনয় করেননি। কিন্তু তিনি জানিয়েছেন আগামী জানুয়ারিতে নতুন সিনেমার কাজ চূড়ান্ত হবে এবং ফেব্রুয়ারি থেকে নতুন সিনেমার কাজ শুরু হবে।
এরমধ্যে নতুন আর কোনো সিনেমা বা নাটকেও অভিনয় করেননি বলে জানান ইয়াশ রোহান।
গত প্রায় দুই মাস ধরে ইয়াশ রোহান একটি ওটিটি প্লাটফরমের একটি ওয়েব সিরিজে কাজ করা নিয়ে ভীষণ ব্যস্ত। তবে আজকের দিনটি তিনি শুটিং থেকে বিরতি নিয়েছেন জন্মদিন বলে। নিজের পরিবারের সবার সঙ্গে জন্মদিনের সময়টা কাটাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।
নিজের কাজ ও জন্মদিন প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, ‘এ কথা স্বীকার করতেই হয় যে পরাণ-সিনেমা মুক্তির পর আমি দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এতোটা আমি আশাও করিনি। যে কারণে আমারও কাজের প্রতি দায়বদ্ধতা বেড়েগেছে অনেকটাই। আমাকে আরো ভালো ভালো গল্পে ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয় করতে হবে। নিজের ভেতর কাজের প্রতি স্পৃহাটা আরো বেড়ে গেছে। যেমন ওটিটি প্লাটফরমের জন্য যে কাজটি করছি, শুধু এই কাজটি নিয়েই গেল প্রায় দু’মাস যাবতই নানানভাবে ব্যস্ত আমি। কারণ আমি বিশ্বাস করি এই কাজটিও দর্শকের মধ্যে সাড়া ফেলবে। আমার জন্মদিনে সবার কাছে দোয়া চাই। সবাই ভালো থাকবেন।’
ইয়াশ রোহান জানান, একজন নরেশ ভূঁইয়া ও একজন শিল্পী সরকার অপু’র ঘরে জন্ম নিয়েছেন বিধায় অভিনয়ের প্রতি আগ্রহটা যেন আরো বেশি। তিনি গর্বিত যে তিনি এমন মহান দু’জন শিল্পীর সন্তান। ইয়াশ রোহানকে প্রথম অভিনয়ে দেখা যায় আশফাক নিপুণের ‘চাকা’ নাটকে, প্রথম নাটকেই দর্শক তার অভিনয়ে মুগ্ধ হন। পরপরই সাফায়েত মনসুর রানার ‘আমাদের সমাজ বিজ্ঞান’ নাটকে অভিনয় করে বেশ সাড়া ফেলেন। তার অভিনয়ে মুগ্ধ হয়ে দর্শকের মধ্যে আলোচনায় আসেন তিনি মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘শহর ছেড়ে পরাণপুর’ নাটকে।