× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চিকিৎসায় বিশেষ অবদানে পুরস্কার পেলেন বিএসএমএমইউ ভিসি

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর ২০২২, ০৫:৫১ এএম

চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শনিবার বিএসএমএমইউ’র জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিসিআরএ’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এই অ্যাওয়ার্ড তুলে দেন।

এছাড়াও সংগীতে অবদানের জন্য শেখ সাদী খান, চলচ্চিত্রে কাজী হায়াৎ ও মঞ্চ-টিভিতে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুকে আজীবন সম্মাননাসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অর্ধশতাধিক নির্বাচিতদের হাতে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

অ্যাওয়ার্ড প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিসিআরএ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তিকে পুরস্কারের মাধ্যমে অনুপ্রেরণা দিলেন। এর মাধ্যমে পুরস্কারে ভূষিত ব্যক্তিদের সমাজে আরও অবদান রাখার সুযোগ তৈরি হলো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.