× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘আজ গানের দিন’র শ্রোতাদের মাতাবেন শিল্পী রুমন

বিনোদন প্রতিবেদক

০১ জানুয়ারি ২০২৩, ০৮:২৫ এএম

এ সময়ের সাড়া জাগানো ব্যান্ডসঙ্গীত শিল্পীদের অন্যতম একজন আশফাকুল বারী রুমন। গিটারিস্ট হিসেবে ব্যান্ড জগতে পা রাখলেও অল্পদিনেই কণ্ঠশিল্পী হিসেবে সুখ্যাতি অর্জন করেন তিনি। পাশাপাশি গান লেখা ও সুর করাসহ সঙ্গীতের অন্যান্য মাধ্যমেও বর্তমানে সমুজ্জ্বল উপস্থিতি তার। 

‘বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ কম্পিটিশন-২০২২’-এ সেরা একক শিল্পী এবং সেরা গীতিকারের স্বীকৃতি পেয়েছেন শিল্পী রুমন।

তরুণ প্রজন্মের উদীয়মান এ ব্যান্ড তারকা আজ ১ জানুয়ারি (রোববার) গাইবেন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের নিয়মিত আয়োজন ‘আজ গানের দিন’-এ। এনিগমা টিভিতে রাত ১০টায় সরাসরি প্রচারিত হবে নিয়মিত এ আয়োজনের ২৪তম পর্ব। একইসঙ্গে এনিগমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটেও উপভোগ করা যাবে অনুষ্ঠানটি।

প্রসঙ্গত, রুমন ব্যান্ড দল ‘ইনগিয়াস’র প্রতিষ্ঠাতা। তার মৌলিক গানের সংখ্যা প্রায় ৫০টি। এর মধ্যে গ্রহণ (নিরুপায়), নিঝুম রাতে, বাউন্ডুলে, ভাঙছে পাঁজর উল্লেখযোগ্য। প্লেব্যাক ও টাইটেল সং করেছেন করেছেন একাধিক নাটক, সিনেমার জন্যও। 

সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০০৫ এবং ২০১৭ সালেও ‘সেরা ব্যান্ড-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পান শিল্পী।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.