× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘আজ গানের দিন’র শ্রোতাদের মাতাবেন শিল্পী রুমন

বিনোদন প্রতিবেদক

০১ জানুয়ারি ২০২৩, ০৮:২৫ এএম

এ সময়ের সাড়া জাগানো ব্যান্ডসঙ্গীত শিল্পীদের অন্যতম একজন আশফাকুল বারী রুমন। গিটারিস্ট হিসেবে ব্যান্ড জগতে পা রাখলেও অল্পদিনেই কণ্ঠশিল্পী হিসেবে সুখ্যাতি অর্জন করেন তিনি। পাশাপাশি গান লেখা ও সুর করাসহ সঙ্গীতের অন্যান্য মাধ্যমেও বর্তমানে সমুজ্জ্বল উপস্থিতি তার। 

‘বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ কম্পিটিশন-২০২২’-এ সেরা একক শিল্পী এবং সেরা গীতিকারের স্বীকৃতি পেয়েছেন শিল্পী রুমন।

তরুণ প্রজন্মের উদীয়মান এ ব্যান্ড তারকা আজ ১ জানুয়ারি (রোববার) গাইবেন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের নিয়মিত আয়োজন ‘আজ গানের দিন’-এ। এনিগমা টিভিতে রাত ১০টায় সরাসরি প্রচারিত হবে নিয়মিত এ আয়োজনের ২৪তম পর্ব। একইসঙ্গে এনিগমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটেও উপভোগ করা যাবে অনুষ্ঠানটি।

প্রসঙ্গত, রুমন ব্যান্ড দল ‘ইনগিয়াস’র প্রতিষ্ঠাতা। তার মৌলিক গানের সংখ্যা প্রায় ৫০টি। এর মধ্যে গ্রহণ (নিরুপায়), নিঝুম রাতে, বাউন্ডুলে, ভাঙছে পাঁজর উল্লেখযোগ্য। প্লেব্যাক ও টাইটেল সং করেছেন করেছেন একাধিক নাটক, সিনেমার জন্যও। 

সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০০৫ এবং ২০১৭ সালেও ‘সেরা ব্যান্ড-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পান শিল্পী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.