× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকাই চলচ্চিত্রের নতুন অতিথি জারা

বিনোদন প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৩ এএম

ঢাকার চলচ্চিত্রে আরও একজন নতুন নায়িকার আবির্ভাব ঘটলো। তার নাম কাজী জারা। নারী পাচার ও সমাজ সচেতনতা মূলক গল্প নিয়ে নির্মাণাধীন চলচ্চিত্র ‘শেষ কথা’য় জারা প্রধান চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে অভিনয় করছেন জয় চৌধুরী।

কাজী জারা জানান, গ্রামীণ পটভূমির এই সিনেমাটি গত ৮ ফেব্রুয়ারি শুটিং শুরু হয়েছে। একটানা এটির চিত্রায়ণ শেষ করা হবে। এটি প্রযোজনা ও পরিচালনা করছেন মোহাম্মদ ইসলাম। প্রথমবার চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে জারা বলেন, ‘সুন্দর একটি মৌলিক গল্পে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। এটির গল্প শোনার পর চিন্তা করলাম এই সিনেমায় অভিনয় করা উচিত। এমন ধরনের গল্পের জন্যই এতদিন অপেক্ষা করেছিলাম। শুরুতেই একটি ভালো গল্পে কাজ করতে পেরে ভালো লাগছে।’

জারা জানান, ‘শেষ কথা’র সিনেমার টানা শুটিং হবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। গাজীপুরে শুটিংয়ের পর ঢাকায় হবে আরও পাঁচ দিন। এরপর কক্সবাজার ও সিলেটে গানের শুটিং হবে। এই সিনেমায় আরও অভিনয় করছেন রিনা খান, রেবেকা, বড়দা মিঠু প্রমুখ।

সচেতন ফিল্মসের ব্যানারে নির্মাণ চলতি এই সিনেমার এই গানের সুর ও সঙ্গীত পরিচালনা করবেন অমিত চ্যাটার্জি ও ফিরোজ প্লাবন। গান লিখেছেন সুদীপ কুমার দীপ ও মুকুল নেত্রবাদী। গানগুলোতে কণ্ঠ দেবেন সালমা, মনির খান, বেলি আফরোজ ও ভারতের অশোক সিং।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.