× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোটেলে গেলেই চুরি করেন শাহরুখ!

বিনোদন ডেস্ক

০১ মার্চ ২০২৩, ২২:৫৬ পিএম

বক্স অফিসে এখনও চলছে ‘পাঠান’ ঝড়। হলমুখী শাহরুখ ভক্তরা। কিং খানের চার বছর পর কামব্যাক নাড়িয়ে দিয়েছে বলিউড ইন্ডাস্ট্রিকে। উন্মাদনার ঢেউ পৌঁছেছে দক্ষিণেও। বাংলায়ও রীতিমতো পাঠান ঝড় চলছে। এসবের মধ্যেই অভিনেতার সম্পর্কে জানা গেল এক গোপন কথা। হোটেলে গেলেই সে কাণ্ড ঘটিয়ে বসেন শাহরুখ, যা তিনি নিজেই জানিয়েছেন।

সম্প্রতি বলিউড বাদশা জানিয়েছেন হোটেলে গিয়ে চুরি করেন তিনি। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। হোটেলে গেলেই নাকি এমনই কাণ্ড ঘটান তিনি। চকলেট দেখতে পেলেই তা তিনি পুরে নেন পকেটে। 

অভিনেতার এমন সিক্রেট জানতে পেরে রীতিমতো অবাক তার লাখ লাখ ভক্ত। প্রিয় অভিনেতা যে এমন কাজও করতে পারেন সে কথা যেন বিশ্বাসই করতে পারছেন না কেউ!

এরই মধ্যে নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। চলতি বছরের শেষের দিকেই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। মুখ্য চরিত্রে দেখা যাবে শাহরুখ খান এবং দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.