নিরবের কোল থেকে অপু বিশ্বাস পড়ে যাওয়ার ইস্যুতে এবার নিজের প্রসঙ্গ টেনে আনলেন ছোটপর্দার মেহজাবীন চৌধুরী। তিনি জানান, জীবনে তিনিও কয়েকবার বিভিন্ন স্থানে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন। গত সোমবার সন্ধ্যায় তিনি তার ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এমনটা জানিয়ে পোস্ট করেন।
পোস্টে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম। কয়েকটি ঘটনা মনে আছে। প্রথম, ক্লাস সিক্সে ক্লাস রুমে চেয়ার দিয়ে দোল খাবার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। ৪০/৫০ জন ক্লাসমেটসহ টিচার, সবাই হা করে তাকিয়ে ছিল আমার দিকে। দ্বিতীয়, একটি ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে বাফেটে খাচ্ছিলাম। আশপাশে কম করে হলেও ২০০ লোকজন। বাফেট টেবিল থেকে খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবারসহ আমি ফ্লোরে পড়ে যাই। তৃতীয়টি ছিল ভয়ংকর ঘটনা। শুটিং করছিলাম। এক হাতে মোবাইলফোন, আরেক হাতে কফির মগ। সিঁড়ি থেকে নামছিলাম ফোনে টেক্স লিখতে লিখতে। একসময় স্লিপকেটে পড়ে গেলাম, কোমরে প্রচণ্ড ব্যথা পেলাম। গরম কফি চাইলে অন্য কোথাও পড়তে পারতো। কিন্তু পড়ল আমার শরীরে। সেদিনের পর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় টেক্স করব না বলে কসম কাটলাম।’
পোস্টের সবশেষে মেহজাবীন লেখেন, ‘চতুর্থবার সবচেয়ে বেশি যেটায় পড়ি সেটা হলো ঝামেলা। প্রায় প্রতিদিনই পড়ি। আপনারা এবার মনে করার চেষ্টা করুন। জীবনে কতবার পড়ে গিয়েছিলেন। হয়তো অনেক ঘটনাই মনে পড়বে।’