× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘ব্লাকপিংক’ এবার বাইডেনের নৈশভোজে

বিনোদন ডেস্ক

৩০ মার্চ ২০২৩, ০২:৪৭ এএম

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’। চার তরুণীর এই ব্যান্ড অল্প সময়েই বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’র পরই এখন তাদের নাম উচ্চারিত হয়। শুধু তাই নয়, ‘ব্ল্যাকপিংক’কে বলা হয় বিশ্বের সবচেয়ে সফল নারী ব্যান্ড।

অন্তর্জাল থেকে বিলবোর্ড বা পুরস্কারের মঞ্চ, সবখানেই দাপট দেখাচ্ছে ব্যান্ডটি। সমানতালে চলছে বিশ্বজুড়ে কনসার্টও। এরই ধারাবাহিকতায় এবার ‘ব্ল্যাকপিংক’ পারফর্ম করবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় আয়োজনে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ নৈশভোজ অনুষ্ঠানে গাওয়ার জন্য ব্যান্ডটিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সদস্যরাও ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে। ‘ব্ল্যাকপিংক’র ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ওয়াইজি থেকে বলা হয়েছে, ‘হ্যাঁ, আমরা প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করছি।’

আগামী ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ুন সুক ইয়ল। তার সম্মানার্থেই বিশেষ নৈশভোজের আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে শুধু ‘ব্ল্যাকপিংক’ নয়, মার্কিন পপ তারকা লেডি গাগাও গান পরিবেশনের কথা রয়েছে।

এদিকে ‘ব্ল্যাকপিংক’ বর্তমানে তাদের ওয়ার্ল্ড ট্যুরের প্রস্তুতি নিচ্ছে। বাইডেনের নৈশভোজের দিন মেক্সিকোতে তাদের কনসার্ট রয়েছে। পাশাপাশি দেশ হওয়ার সুবাদে দুটি অনুষ্ঠানেই তারা অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। 

গেলো বছরই দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেছিলো ‘ব্ল্যাক পিংক’। ‘বর্ন পিংক’ নামের সেই অ্যালবাম বিলবোর্ড ২০০ তালিকার শীর্ষে জায়গা করে নেয় অক্টোবরে।

উল্লেখ্য, এই ব্যান্ডের চার সদস্য হলেন- জিসু, জেনি, রোজ ও লিসা। ২০১৬ সালে তারা দলবদ্ধ হয়ে আত্মপ্রকাশ করেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.