আগামীকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘সুভাষিনী’। প্রীতি দত্তর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, কেয়া পায়েলসহ আরও অনেকে।
আরেকটু হলেই নিহাদের গাড়ির নিচে পড়ত ফারিয়া। গাড়ি থেকে মেজাজ খারাপ করে নেমেই একগাদা কথা শুনানোর পর মাথা ঠান্ডা হয় নিহাদের। পরে মনে হয় একটু বেশিই বলে ফেলেছে। রাতে বাসায় এসে দেখে এই মেয়েটাই ওর দাদীর নতুন নার্স। তখন সরি বলে।
নিহাদ তার বাবার বিজনেস দেখাশোনা করে। বাবার বন্ধুর মেয়ে ফাইজার সাথে নিহাদের বিয়ে ঠিক হয়ে আছে। ফাইজা এই বাসায় প্রায়ই যাওয়া আসা করে। দাদীর কথামতো ফারিয়াকে বাসায় পৌঁছে দিয়ে আসতে যেয়ে নিহাদ জানতে পারে ফারিয়া তার এক বন্ধুর বোন। যার নোট পড়ে ও পাশ করত কিন্তু সেই বন্ধু মারা গেছে।
ফারিয়ার সরলতায় ক্রমান্বয়ে ওর প্রতি দুর্বল হতে শুরু করে নিহাদ। এদিকে, ফাইজা ব্যাপারটা নোটিশ করে। বাবা বিয়ে নিয়ে নিহাদকে চাপ দিতে শুরু করলে সে জানায় ফাইজাকে তার ভালো লাগে না, ফারিয়াকে বিয়ে করতে চায়। নিহাদকে অবাক করে দিয়ে বাবা রাজি হয়ে যায় কিন্তু ফারিয়াকে বলে দেয় আর কোনদিন যেন না আসে সে এই বাসায়।