বলিউডের বরেণ্য অভিনেতা বীরবল খোসলা মারা গেছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে মুম্বাইয়ের কোকিলাবান ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, হার্ট অ্যাটাক হয়েছিল বীরবল খোসলার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। বুধবার (১৩ সেপ্টেম্বর) তার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩৮ সালের ২৮ অক্টোবর ব্রিটিশ ভারতে পাঞ্জাবের গুরুদাসপুরে জন্মগ্রহণ করেন সতিন্দের কুমার খোসলা। যদিও ফিল্ম ইন্ডাস্ট্রিতে বীরবল খোসলা নামেই পরিচিত তিনি। ‘শোলে’ (১৯৭৫) ‘মেরা নাম জোকার’ (১৯৭০) সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়ান এই অভিনেতা।
ক্যারিয়ারের শুরুতে বীরবল খোসলাকে তার বাবা তাদের পারিবারিক ব্যবসা ‘খোসলা প্রিন্টিং প্রেস’-এর দায়িত্ব দেন। ১৯৬৬ সালে ‘দো বন্ধন’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন বীরবল। ১৯৬৭ সালে ‘উপকার’ সিনেমায় অভিনয় করেন।
পরবর্তীতে ‘রোটি কাপড়া আউর মাকান’, ‘ক্রান্তি’, ‘অনুরোধ’, ‘আনজাম’, ‘ফির কাভি’, ‘দিল’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন বীরবল খোসলা।