× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আর্থিক প্রতারণায় জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৪ পিএম

আর্থিক প্রতারণার অভিযোগে বলিউড অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, অগ্রিম ১২ লাখ টাকা নিয়েও পূজা উদ্বোধন করতে যাননি নায়িকা।

২০১৮ সালে জেরিনের বিরুদ্ধে মামলা করে কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। সেই মামলাতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

এর আগে জেরিন খানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় কলকাতার নারকেলডাঙা থানা পুলিশ। জেরিন ছাড়াও তার সাবেক ম্যানেজারের বিরুদ্ধেও একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ছয়টি কালীপূজার উদ্বোধন করার চুক্তি করে এক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কাছ থেকে ১২ লাখ টাকা নিয়েছিলেন জেরিন খান। কিন্তু কথা রাখেননি তিনি। জানা যায়, যে দিন কলকাতায় যাওয়ার কথা ছিল, সেদিন একের পর এক প্লেন বাতিল করে শিডিউল পেছাতে থাকেন।

ইভেন্ট প্রতিষ্ঠানটির দাবি, ফোনেই জেরিন খান হুমকি দেন, তোমাদের সংস্থা মুম্বাইয়ে কী করে কাজ পায় দেখে নেব। এ ঘটনার পর মুম্বাইয়ে কাজ পেতেও বাধার মুখে পড়ে ওই প্রতিষ্ঠানটি। এরপরই তারা নায়িকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে নারকেলডাঙা থানায়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.