× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জরিমানা দিয়েও ৮ বছর জেল হতে পারে শাকিরার

বিনোদন ডেস্ক

২০ নভেম্বর ২০২৩, ১৮:৪৭ পিএম । আপডেটঃ ২০ নভেম্বর ২০২৩, ১৯:২৯ পিএম

গত বছর ১১ বছরের সম্পর্ক ভেঙে যায় শাকিরার। ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয় স্প্যানিশ পপ তারকার। তারপর থেকে ভেঙে পড়েন। ঝড়ঝাপটা সামলে থিতু হতে না হতেই আইনি জটিলাতায় জড়িয়েছেন শাকিরা। 

গত কয়েক বছর ধরে কর ফাঁকি দিয়েছেন পপ তারকা। তার মাশুল গুনে দিতে হয়েছে প্রায় ২ কোটি ৪০ লক্ষ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১৮ কোটি টাকার জরিমানা। তবু স্বস্তি নেই। এ বার নাকি জেল খাটতে হতে পারে শাকিরাকে!

পপ তারকার বিরুদ্ধে স্প্যানিশ সরকারের অভিযোগ, ২০১৮ সালে নাকি এই অঙ্কের টাকা কর হিসাবে দেওয়ার কথা ছিল পপ তারকার। পাঁচ বছর ধরে কর মেটাননি তিনি। শুধু তাই নয়, ভুয়া এক সংস্থার নাম ব্যবহার করে নাকি কর ফাঁকি দেওয়ার ছক কষেছিলেন। 

বার্সেলোনার স্প্যানিশ কর্তৃপক্ষের তরফে মায়ামিতে শাকিরার আইনি সহকারীদের জানানো হয়েছে তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পর্কে। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে নাকি প্রায় ১২৮ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন পপ তারকা। সেই আইনি জটিলতা গড়িয়েছিল আদালত পর্যন্ত। 

স্প্যানিশ আইন অনুযায়ী, বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৩ দিন স্পেনে কাটালে বসবাসকারীদের কর দিতে হয়। পিকের সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি বার্সেলোনায় থাকতেন তারা। পরে সম্পর্ক ভেঙে যেতে নাকি মায়ামিতে চলে যান। তবে শাকিরার স্থায়ী বাড়ি রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাহামাতে। 

বার্সেলোনার আইনজীবী আদালতে আবেদন জানিয়েছেন, এ ঘটনার ভিত্তিতে শাকিরার যেন হাজতবাস হয়। তিনি যে পরিমাণ কর ফাঁকি দিয়েছেন, তাতে তার প্রায় আট বছর দু’মাসের জেল হওয়ার কথা। যদিও আইনজীবীর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে পপ তারকার জনসংযোগ টিম জানিয়েছে, যে পরিমাণ কর শাকিরার দেওয়া বাকি ছিল, তা ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছেন তিনি। সঙ্গে সুদ ও দিয়েছেন। তাদের আইনের ওপর আস্থা রয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.