হলিউডের জনপ্রিয় সিনেমা ‘লর্ড অব দ্য রিংস’ খ্যাত অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন।
রোববার (৫ মে) ভোরে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
অভিনেতার মৃত্যুর খবর তার মুখপাত্র লু কুলসন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে নিশ্চিত করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বার্নার্ড হিল ‘টাইটানিক’ ও ‘লর্ড অব দ্য রিংস’ সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন।
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত অস্কারজয়ী সিনেমা টাইটানিকে ক্যাপটেন এডওয়ার্ড স্মিথ এবং লর্ড অব দ্য রিংসে কিং থিওডেনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
বার্নার্ড হিলের মৃত্যুতে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে স্কটিশ সংগীতশিল্পী বারবারা ডিকসন লিখেছেন, অসাধারণ একজন অভিনেতা ছিলেন। তার সঙ্গে জার্নি সত্যিই অন্যরকম ছিল। শান্তিতে থাকুন।