× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাজী নজরুলের বায়োপিকে কবির ভূমিকায় কে

বিনোদন ডেস্ক

১৪ মে ২০২৪, ১৪:২৮ পিএম

নির্মিত হচ্ছে কাজী নজরুল ইসলামের বায়োপিক। আপাতত কবির নামেই ছবিটির নাম রাখা হয়েছে। নির্মাণ করছেন আব্দুল আলিম। এই ছবির মাধ্যমে টলিউডে নির্মাতার অভিষেক হতে যাচ্ছে। 

ছবিটির খবরে সবচেয়ে বড় কৌতূহল, কাজী নজরুল ইসলামের ভূমিকায় কে অভিনয় করবেন? উত্তর হলো, অভিনেতা কিঞ্জল নন্দ। যিনি ইতোপূর্বে কলকাতার বেশ কিছু প্রশংসিত সিনেমা-সিরিজে অভিনয় করেছেন। খবর আনন্দবাজারের

ছবিটি নিয়ে কিঞ্জল বলেছেন, ‘এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে ছবিটিতে। আমি সত্যিই উচ্ছ্বসিত এই সুযোগ পেয়ে। প্রথমে ছবির চিত্রনাট্য পড়ে দেখি আমি। চরিত্রটাই খুব চ্যালেঞ্জিং। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা ছবি হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই ছবিতে।’

কবি কাজী নজরুল ও কিঞ্জল

কিঞ্জল জানান, নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত এই ছবিতে তুলে ধরা হবে। নজরুলের চেহারার সঙ্গে তার পার্থক্য রয়েছে, সেটা ঘোচাতে প্রস্থেটিকের সহযোগিতা নেবেন তারা।

অনেক ঐতিহাসিক ব্যক্তিকেও দেখানো হবে ছবিতে। এর মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর। তার ভূমিকায় কে থাকবেন, সেটা এখনও চূড়ান্ত নয়। তবে রঞ্জিত মল্লিক কিংবা চিরঞ্জিত চক্রবর্তীকে ভাবা হচ্ছে বলে জানা গেছে।

ছবিটিতে খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্রসহ বাংলাদেশের কয়েকজন শিল্পীকেও অভিনয় করতে দেখা যাবে। ছবিটি প্রযোজনা করছে জেবি প্রোডাকশন। আগামী শীতে শুরু হবে এর শুটিং।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.