× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় ‘কুরুলুস: ওসমান’ অভিনেতা, দেখা যাবে রোববার

বিনোদন ডেস্ক

২৫ মে ২০২৪, ১৯:২২ পিএম । আপডেটঃ ২৫ মে ২০২৪, ১৯:২৩ পিএম

‘কুরুলুস: ওসমান’ খ্যাত তুর্কি অভিনেতা বুরাক ওজসিভিট

ঢাকায় এসেছেন ‘কুরুলুস: ওসমান’ খ্যাত তুর্কি অভিনেতা বুরাক ওজসিভিট। অবস্থান করছেন ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে। গতকাল শুক্রবার (২৪ মে) ঢাকায় পা রেখেছেন এ অভিনেতা।

বাংলাদেশি দর্শকের কাছে বুরাকের জনপ্রিয়তা বেশ। তাই অনেকেই তাকে দেখার আগ্রহ প্রকাশ করছেন। তাদের আকাঙ্ক্ষা মিটবে রোববার (২৬ মে) দুপুরে। 

এক ভিডিও বার্তায় বুরাক জানান, একটি ইলেক্ট্রনিক্স প্রতিষ্ঠানের গুলশান-১ শাখায় দুপুরে উপস্থিত হবেন তিনি। তখনই ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এক্ষেত্রে বিশেষ ব্যবস্থা থাকছে ওই প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য। যারা সেই নির্দিষ্ট আউটলেট থেকে পণ্য কিনেছেন, তাদের মধ্য থেকেই বাছাই করে কিছু ক্রেতাকে অভিনেতা বুরাকের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে।

ঢাকায় আসার আগে আরেক ভিডিও বার্তায় বুরাক ওজসিভিট বলেছিলেন, ‘সালাম বাংলাদেশ, আমি ইস্তাম্বুল থেকে বলছি। আমার সব দর্শকের উদ্দেশে বলছি, আমি বাংলাদেশে আসছি। দেখা হচ্ছে শিগগিরই।’

উল্লেখ্য, তুরস্কের টিভি সিরিজ ‘কুরুলুস: ওসমান’ দিয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন বুরাক ওজসিভিট। সিরিজে তিনি মুখ্য চরিত্র ওসমানের ভূমিকায় আছেন তিনি। এছাড়া আরেক সিরিজ ‘মুহতেশেম ইয়ুযয়িল’-এও অভিনয় করেছেন বুরাক। যেটা বাংলাদেশে ‘সুলতান সুলেমান’ নামে প্রচার হয়।  

বুরাক ওজসিভিটের জন্ম ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর ইস্তাম্বুলে। মারমারা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফটোগ্রাফির ওপর পড়াশোনা করেছেন। ২০০৩ সালে বুরাক তুরস্কের শীর্ষ মডেল নির্বাচিত হন এবং শোবিজ জগতে কাজ শুরু করেন। ২০০৫ সালের এক জরিপে তিনি বিশ্বের দ্বিতীয় সেরা মডেল হয়েছিলেন। ২০০৬ সালে টিভি সিরিজ ‘একসি ১৮’ দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়েছিল। এর এক বছর পর ‘মুসাল্লাত’ দিয়ে তিনি সিনেমায় আত্মপ্রকাশ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.