× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিসিআরএ’র সভাপতি অভি চৌধুরী, সম্পাদক দুলাল খান

বিনোদন ডেস্ক

২৮ মে ২০২৪, ১৬:২৭ পিএম

অভি চৌধুরী ও দুলাল খান, ছবি : সংগৃহীত

গত ২৩ মে ছিল বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) নির্বাচনের দিন। কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অভি চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছেন দুলাল খান।

নির্বাচনের আগের দিন ২২ মে সংগঠনের অস্থায়ী কার্যালয় পুরানা পল্টনে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব। সভায় নির্বাচনের জন্য তিনসদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়। তাতে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন পান আমিরুল ইসলাম খান ট্রফি। অপর দুই সদস্য হলেন, কুদরাত-ই-খোদা ও মো. তারেক হোসেন বাপ্পি।

নির্বাচিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সহসভাপতি ফয়সাল আরেফীন ও মো. মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পান্থ আফজাল, সাংগঠনিক সম্পাদক রঞ্জু সরকার, অর্থ সম্পাদক আনন্দ কুমার সেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আশরাফুল আলম আসিফ, দপ্তর ও প্রচার সম্পাদক রিয়েল তন্ময়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শেখ এহছানুল হক খোকন ও ক্রীড়া সম্পাদক মোঃ আল সামাদ রুবেল।

নির্বাহী সদস্যরা হলেন হালিম মোহাম্মদ, ইসমত জেরিন স্মিতা, কাজল দত্ত, কাজল আরিফ, মিতিন খান।

এদিকে নির্বাচিত সদস্যদের নিয়ে গত ২৬ মে অনুষ্ঠিত হয়েছে কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা। এতে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুবকে দুই বছরের (২০২৪-২৬) জন্য উপদেষ্টা মনোনীত করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.