ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা হয়েছে। এরই মধ্যে লোকসভার ৫৪৩ আসনের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে।গত ১৯ এপ্রিল দেশটির লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে ১ জুন পর্যন্ত। দেশটিতে মোট সাত দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ভোটে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেপি ও তাদের জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। এবারের নির্বাচনে গত দুই লোকসভা নির্বাচনে খারাপ ফল দেখানো কংগ্রেস বেশ চমক দেখিয়েছে। দলটি প্রায় শতাধিক আসন জিতেছে। খবর হিন্দুস্তান টাইমসের
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জোট হিসেবে এনডিএর দখলে গেছে ২৯৫টি আসন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ দখলে গেছে ২৩১টি আসন।
এ ছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলে পেয়েছেন ১৭টি আসন। বরাবরের মতো লোকসভা নির্বাচনে ২৯টি আসনে এবার একাধিক তারকা প্রার্থী ছিলেন। চলুন জেনে নিই নির্বাচনে তারকাদের ফলাফল:
দেব
ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক দীপক অধিকারী দেব। বরাবরের মতো এবারের লোকসভা নির্বাচনেও ঘাটাল আসন থেকে তৃণমূলের টিকিট পেয়ে বিজয়ী হয়েছেন দেব। এ আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন অভিনেতা হিরন্ময় চ্যাটার্জি (হিরণ)। ১ লাখ ২১ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন দেব।
রচনা ব্যানার্জি
প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই সফল হয়েছেন ‘দিদি নাম্বার ওয়ান’ খ্যাত রচনা ব্যানার্জি। বন্ধু ও সহকর্মী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে হুগলি কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন।
সায়নী ঘোষ
যাদবপুর লোকসভা কেন্দ্রেও পর শেষ হাসি হেসেছেন সায়নী ঘোষ। এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিত হয়েছেন সৃজন ভট্টাচার্য ও অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
জুন মালিয়া
মেদিনীপুর লোকসভা আসনে জয়ী হয়েছেন জুন মালিয়া। সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়ে দিয়েছেন।
শতাব্দী রায়
বীরভূমে বিপুল ভোটের ব্যবধানে জিতে লোকসভার টিকিট পেয়েছেন শতাব্দী রায়। প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে জিতেছেন এ অভিনেত্রী।
কঙ্গনা রাণৌত
বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। প্রথমবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হয়ে এবারের নির্বাচনে লড়েন তিনি। হিমাচল প্রদেশের মান্ডি আসনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন কঙ্গনা। তার প্রাপ্ত ভোট ৫ লাখ ৩৭ হাজার ২২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিং পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ২৬৭ ভোট। ৭৪ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন কঙ্গনা।
সংবাদ সারাবেলা: স/মীরাসু