× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিলীপ কুমারের বাংলো ভেঙে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট

বিনোদন ডেস্ক

২৮ জুলাই ২০২৪, ১৪:২৬ পিএম

ভারতের প্রথম সুপারস্টার দিলীপ কুমারের জনপ্রিয়তার কাছে হার মানেন নতুন প্রজন্মের তারকারা। মৃত্যুর তিন বছর পর মুম্বাইয়ের বান্দ্রায় এ অভিনেতার বাংলো ভেঙে নির্মিত হয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১৯৫৪ সালে পালি হিলের বাংলো নির্মাণ করেছিলেন দিলীপ কুমার। সেই বাংলো এখন আলিশান অ্যাপার্টমেন্ট। তথ্য বলছে, যার খরচ ১৫৫ কোটি রুপি। ৯,৫২৭,২১ স্কয়ার ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে এই অ্যাপার্টমেন্ট। ৯, ১০ এবং ১১ তলা জুড়ে রয়েছে ট্রিপলেক্স। 

গত বছরই খবরে আসে অভিনেতার পালি হিলের বাংলো ভেঙে বিলাসবহুল আবাসিক তৈরির। যা কিনেছিল আসার গ্রুপ নামে এক সংস্থা। যার মোট বাজেট ছিল ৯০০ কোটি রুপি। 

বহুতল এই আবাসিকের একেবারে গ্রাউন্ড ফ্লোরে দিলীপ কুমারের নামে একটি মিউজিয়ামও তৈরি হবে বলে জানা গেছে। যেখানে অভিনেতার ব্যবহৃত পোশাক, জিনিসসহ বহু দুর্মূল্য ছবিও থাকবে। মিউজিয়ামে আগত অতিথিদের জন্য আলাদা প্রবেশদ্বারও থাকছে। 

পাঁচ বছর ধরে দিলীপ কুমারের এই পালি হিলস বাংলোর জমি নিয়ে একটি আইনি জটিলতা চলছে। অন্য এক সংস্থার তরফে বেআইনিভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগে মানহানির মামলা দায়ের করেছিলেন তার স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। সেসব আইনি জটিলতা কাটিয়ে এবার অন্য এক সংস্থার হাত ধরে বিলাসবহুল আবাসিক তৈরি হচ্ছে সেখানে।

১৯৫৪ সালে এই জমি কিনে বাংলো তৈরি করেছিলেন দিলীপ কুমার। তখন দাম ছিল ১.৪ লক্ষ রুপি। তবে ২০২১ সালে জানা যায়, সেই সম্পত্তির দাম ৩৫০ কোটি রুপি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.