× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাঝরাতে রাস্তায় বঁটি হাতে বাঁধন

ডেস্ক রিপোর্ট

০৮ আগস্ট ২০২৪, ১৭:৪৬ পিএম । আপডেটঃ ০৮ আগস্ট ২০২৪, ১৭:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী আপামর ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারাদেশের থানাগুলোতে হামলা হয়। এতে কর্মবিরতি নেয় পুলিশ এবং দেশব্যাপী শুরু হয় বিশৃঙ্খলা, ডাকাতি ও লুটপাট। শহরের অনেক স্থানে ডাকাতি হয়। এই ডাকাতি প্রতিরোধে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। এমন পরিস্থিতিতে সচেতন নাগরিক হিসেবে মাঝরাতে বঁটি হাতে দেখা গেছে অভিনেত্রী  আজমেরী হক বাঁধনকে।

কোটা সংস্কার আন্দোলনে সোচ্চার ভূমিকায় দেখা গেছে গুণী এই অভিনেত্রীকে। সেখানে ছাত্রদের সাথে সংহতি জানাতে রাজপথে নেমে আসেন তিনি। গণমাধ্যম এর কাছে সাবেক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও জানান তিনি। 

বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন বাঁধন। প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী-পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর নির্মিতব্য ‘মেয়েদের গল্প’ সিনেমার নির্বাহী প্রযোজক তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে বাঁধন অভিনীত ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমাটি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.