× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিরাপত্তাজনিত কারণে টেইলর সুইফটের ভিয়েনা ট্যুর বাতিল

ডেস্ক রিপোর্ট

১০ আগস্ট ২০২৪, ১৮:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফটের অস্ট্রিয়ায় হতে যাওয়া তিনটি কনসার্ট বাতিল করেছে কর্তৃপক্ষ।

সন্ত্রাসী হামলার আশংকায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত হতে যাওয়া তিনটি শো বাতিল করেছেন শোয়ের প্রচারকারী সংস্থা বারাকুডা মিউজিক।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন থেকে জানা গেছে, বারকুডা মিউজিক এক বিবৃতিতে জানিয়েছে, “অস্টিয়া সরকারের পক্ষ থেকে টেইলর সুইফটের কনসার্টে সন্ত্রাসী হামলার সতর্ক বার্তা পাওয়ার পর প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য আমাদের নির্ধারিত শো বাতিল করা ছাড়া আর কোনো উপায় থাকেনি।”

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার বলেন, “পুলিশ বলেছে যে সন্দেহভাজনরা উগ্রপন্থি। তারা সুইফটের কনসার্টে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছেন। তারা ইসলামিক স্টেটের অনুসারী। ইন্টারনেটে তারা ইসলামিক স্টেটের কার্যক্রমে অনুপ্রাণিত হয়েছিল।”

জননিরাপত্তা বিভাগের জেনারেল ডিরেক্টর ফ্রাঞ্জ রুফ বলেছেন ১৯ বছর বয়সী এক অস্ট্রিয়ান তরুণকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার। বিকেলে আরেক তরুণকে গ্রেপ্তার করা করে পুলিশ।

পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, ১৯ বছরের ওই তরুণ গত ২৫ জুলাই কাজ ছেড়ে দেন আরো ‘বড় কিছু করার পরিকল্পনায়’। এই তরুণের পরিকল্পনা ছিল কনসার্টস্থলের ভেতরে বিস্ফোরণ ঘটানোর। আর গ্রেপ্তার হওয়া ১৭ বছর বয়সী ছেলেটি সম্প্রতি তার বান্ধবীর সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিল।

১৯ বছর বয়সী তরুণের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বিস্ফোরক ডিভাইস উদ্ধার করেছে। সেই সঙ্গে ইসলামিক স্টেটের লিফলেট, জাল টাকা, ছুরিও উদ্ধার করা হয়।

আয়োজকরা জানিয়েছে, আগামী ১০ কর্মদিবসের মধ্যে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।

এর আগে জুলাইয়ে ইরাস ট্যুরে জার্মানিতে শো করেছেন সুইফট। মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামে সুইফটকে শুনতে দর্শকের ঢল নেমেছিল। ভেতরে ঢুকতে না পেরে অনেকে বাইরে বসেও শুনেছেন। আবার বহু মানুষ স্টেডিয়ামের কাছে অলিম্পিক পাহাড়েও উঠেছেন সুইফটের পারফরম্যান্স দেখতে।

সামনে পোল্যান্ডে ইরাস ট্যুরে যাওয়ার কথা রয়েছে সুইফটের। আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ভ্যাঙ্কুভারে শেষ হবে এই ট্যুর।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.