× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাম্পের র‍্যালিতে 'টাইটানিকের' গান বাজানোয় ক্ষুদ্ধ সেলিন ডিওন

ডেস্ক রিপোর্ট

১১ আগস্ট ২০২৪, ১৬:২৯ পিএম । আপডেটঃ ১১ আগস্ট ২০২৪, ১৬:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত

গত শুক্রবার (৯ আগস্ট)  যুক্তরাষ্ট্রে মন্টানা অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাচনী সমাবেশে টাইটানিক সিনেমার বিখ্যাত গান ' মাই হার্ট উইল গো অন' বাজানো হয়। এরপর গানটির রচয়িতা ও গায়িকা সেলিন ডিওনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। 

গানটি ১৯৯৭ সালে মুক্তি পাওয়া হলিউডের সিনেমা টাইটানিকের ‘থিম সং’ হিসেবে পরিচিত। অস্কারজয়ী সিনেমাটির পরিচালক জেমস ক্যামেরন।

নির্বাচনী সমাবেশটিতে বড় পর্দায় ওই গানটির ভিডিও দেখানো হয়। ভিডিওতে সেলিন ডিওনকেই গাইতে দেখা যায়। নির্বাচনী সমাবেশটির ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।

ডিওনের ম্যানেজমেন্ট টিম এবং সনি মিউজিক কানাডা র পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলা হয়, "এই গান ও ভিডিও ব্যবহারের কোনো অনুমতি ছিল না"।

সেলিন ডিওন নিজেও এই গান বা এ ধরণের কিছু ব্যবহারের অনুমতি দেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ কৌতুক করে ট্রাম্পের নির্বাচনী প্রচারের ভবিষ্যৎকে টাইটানিক জাহাজের পরিণতির সঙ্গে তুলনা করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.