বাংলাদেশের চলচিত্র অঙ্গনের কিংবদন্তি অভিনেত্রী ববিতা করোনায় আক্রান্ত হয়ে চারদিন হাসপাতালে ভর্তি থাকার পর গত ২২ জুলাই বাসায় ফেরেন তিনি। এবার দেশ ছাড়লেন এই নন্দিত অভিনেত্রী।
এর আগে ববিতা জানান, সুস্থ হলেই কানাডা পাড়ি দেবেন তিনি। এর মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠলে কিছুদিন অপেক্ষার পর অবশেষে কানাডার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
কানাডায় তার পুত্র অনিকের সাথে সময় কাটাতে দেশ ছাড়েন এই অভিনেত্রী। গত শুক্রবার (৯ আগস্ট) তার ফ্লাইট ছিল। যাওয়ার আগে তিনি বলেছেন " ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল। কানাডার উদ্দেশে রওনা হলাম। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।"
এর আগে ববিতার ছোট বোন চম্পা নায়িকার করোনা আক্রান্ত হওয়ার খবরটি গণমাধ্যমে জানান। জানা যায়, কয়েক দিন ধরেই শরীরে ব্যথা অনুভব করছিলেন ববিতা। জ্বর ছিল না তার, তবে অস্বস্তি লাগছিল। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে তার করোনা পজিটিভ ধরা পড়ে।