× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আলোচিত 'আয়নাঘর' নিয়ে নির্মিত হবে সিনেমা

ডেস্ক রিপোর্ট

১২ আগস্ট ২০২৪, ২০:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত

সরকার পতনের পর একে একে নানান ঘটনা সামনে আসতে থাকে। তবে সবচেয়ে আলোচনা সমালোচনার জন্ম দেয় বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত গোপন আটক কেন্দ্র ‘আয়নাঘর’। 

সম্প্রতি সেই আয়নাঘর থেকে মুক্তি পাওয়া মানুষদের প্রেক্ষাপট জেনে সিনেমা নির্মানের ঘোষনা দিলেন 'ইন্দুবালা'খ্যাত পরিচালক জয় সরকার। শোনা যাচ্ছে, যেহেতু সেই আয়নাঘরের বন্দিদের সেখানে আটকে রেখে চালানো হতো অমানুষিক নির্যাতন। সেই থেকে সিনেমার নামও হবে ‘আয়নাঘর’।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন তিনি। এটি প্রযোজনা করছে র‌্যাবিট এন্টারটেইনমেন্ট। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে শুরু হবে সিনেমাটির শুটিং। এ ব্যাপারে জয় বলেন, ‘আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়েই এই সিনেমাটি করতে চাই। কেয়া ছাড়া আরও থাকবেন পরিচিত তারকারা। এখন গল্প লিখছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.