× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন নায়ক নিয়ে ‘ভয়ংকর আয়নাঘর’

থাকছেন না শাকিব খান

ডেস্ক রিপোর্ট

১৩ আগস্ট ২০২৪, ১৭:২১ পিএম

ছবিঃ সংগৃহীত

নির্মাতা বদিউল ইসলাম খোকনের ছবিতে শাকিব খান থাকবেন নায়ক তা এক প্রকার ধরেই নেওয়া যায়। সম্প্রতি ডিবির আলোচিত 'আয়নাঘর' নিয়ে সিনেমা বানাবেন নন্দিত এই নির্মাতা। কিন্তু এবার শাকিব খান নয়, নায়ক হিসেবে নতুন কাউকে নেওয়া হবে।

‘ভয়ংকর আয়নাঘর’ নামে নতুন সিনেমার নাম ঘোষণা করেছেন নির্মাতা বদিউল আলম খোকন। ১ নভেম্বর থেকে মা-মণি ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় শুরু হবে ছবিটির শুটিং। কিন্তু এ রকম স্পর্শকাতর ইস্যু নিয়ে ছবি বানানোর জন্য কতটা প্রস্তুত তার টিম? জানতে চাইলে তিনি বলেন, "অনেকদিন আগে থেকেই একটু একটু করে কাজ গুছিয়ে রেখেছিলাম। বলা যায় এটা আমাদের অনেক দিনের প্রজেক্ট। এখন গল্পটা বলার সময়। তাই ঘোষণা দিয়ে কাজ শুরু করলাম।"

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইস্যু নিয়ে নির্মিত তথ্যচিত্র ' অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' এ সর্বপ্রথম আয়নাঘরের বিষয়টি জনসাধারণের সামনে আসে। সে প্রসঙ্গে খোকন বলেন, "সরকার পদত্যাগ করার পর আয়নাঘরের অমানবিক অত্যাচার পুরোপুরি জানতে পেরেছে মানুষ। কী ভয়ংকর নিষ্ঠুরতম ঘটনা। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে জন্যই সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই।"

শাকিব খান ছাড়া এ রকম একটি গুরুত্বপূর্ণ সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন কেন? আপনি তো তাকে ছাড়া সাধারণত সিনেমা করেন না। এ প্রসঙ্গে নির্মাতা খোকন বলেন, ‘এই ছবিতে শাকিব থাকবে না। তাকে নিয়ে তো অনেক সিনেমা করেছি। দর্শক সাদরে সেসব গ্রহণও করেছে। এবার নতুনদের নিয়ে কাজ করতে চাই।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.