× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুক্তির প্রস্তুতি নেবে 'রানা প্লাজা'

ডেস্ক রিপোর্ট

১৪ আগস্ট ২০২৪, ১৯:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত

২০১৩ সালে ভয়াবহ রানা প্লাজা ধ্বসের ঘটনা নিয়ে পরিচালক নজরুল ইসলাম খান শুরু করেন ‘রানা প্লাজা' নামের একটি ছবি নির্মাণ শুরু করেন।

২০১৩ সালে নির্মাণকাজ শুরু হলে দর্শকের প্রবল আগ্রহ সৃষ্টি হয়। কিন্তু বেঁকে বসে সেন্সর বোর্ড। ২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা আসে ছবিটি নিয়ে। এতে নির্মাতা নজরুল রিট করেন হাইকোর্টে। পরে ২০১৫ সালের ১১ জুলাই ছাড়পত্র পেলেও আবার ২৪ আগস্ট মুক্তির ঠিক আগের দিন ছবিটির প্রদর্শনীতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তবে দেশে সরকার পরিবর্তনের পর সিনেমাটি মুক্তির ব্যাপারে আবারও আশার আলো দেখছেন পরিচালক নজরুল ইসলাম। সম্প্রতি একটি গণমাধ্যমকে তিনি জানান, সিনেমাটি নিয়ে আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে আবার সেন্সরে জমা দেবেন সিনেমাটি। 

পরিচালক বলেছেন, ‘দেশে এখন অন্তর্বর্তী সরকার, তাই আশায় বুক বেঁধে আছি আমরা। ছবিটি মুক্তির প্রস্ততি নিচ্ছি তবে তারও আগে প্রজ্ঞাপনটি বাতিল করতে হবে। আমরা এজন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে চাই।’

‘রানা প্লাজা’ ছবিতে রেশমা চরিত্রে অভিনয় করেন পরীমণি, টিটু চরিত্রে সাইমন সাদিক।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.