গানের বিষয়বস্তু ও নিজস্ব ভঙ্গিমায় পরিবেশনের কারণে কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান জায়গা করে নিয়েছেন দেশের লাখো সঙ্গীতানুরাগীর মনে। তার কণ্ঠে সবসময়ই ফুটে উঠেছে প্রতিবাদ। সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনেও তিনি রাজপথে নেমে সংহতি জানান। এবার কলকাতায় ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে গান গাইলেন সায়ান।
কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে গান বেঁধেছেন সায়ান। এ আন্দোলন এখন কলকাতা থেকে গোটা ভারত ছড়িয়ে পড়েছে। বিনোদন জগতের তারকারাও নেমেছেন রাজপথে। এবার বিষয়টি নিয়ে গানে গানে প্রতিবাদ জানিয়েছেন সায়ান।
'জাস্টিস ফর আরজি কর, মেয়েরা রাত দখল কর’ গানটি প্রকাশ করেছেন নিজের ফেসবুক পেজে, যা এরই মধ্যে তিন লাখের বেশি শ্রোতা শুনে ফেলেছেন। শেয়ারও হচ্ছে প্রতিনিয়ত। মন্তব্যের ঘরে কলকাতার শিল্পীরাও তাকে ধন্যবাদ জানাচ্ছেন।