সম্প্রতি অনলাইনে জুয়ার কারবারের পেজে অভিনেত্রী পূজা চেরির নাম ও ছবি ব্যবহার করে চলছে বিজ্ঞাপন। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ব্যাপারে ভক্ত ও শুভাকাঙ্ক্ষী দের বিষয়টি নজরে এলে তাদের সাবধানে থাকতে বলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে পূজা চেরি লিখেছেন, ‘কতিপয় কিছু অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া বা গেইমিং অ্যাপ প্রোমোশন করছে। যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নেবো। আপনারা কেউ প্রতারিত হলে সেটার সঙ্গে আমি দায়ী থাকবো না, ধন্যবাদ।’
এই অনাকাঙ্খিত ঘটনায় বিপাকে পড়েছেন অভিনেত্রী পূজা। এ ব্যাপারে তার ভক্তরা তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা নিষিদ্ধ। এছাড়া জুয়ার বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরনের অপরাধ। অথচ অনেক তারকাকেই নিষিদ্ধ অনলাইন জুয়া কোম্পানির প্রচারণায় দেখা গেছে।
জাজ মাল্টিমিডিয়া দিয়ে চিত্রনায়িকা পূজা চেরির অভিষেক হয় ঢালিউডে। মাত্র ছয় বছরের অভিনয়জীবনে পূজা চেরি অভিনীত ডজনখানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরও একাধিক চলচ্চিত্র।