× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আপনি অনেক নাটক করেন, মমতাকে শ্রীলেখা

ডেস্ক রিপোর্ট

১৬ আগস্ট ২০২৪, ২১:০৪ পিএম । আপডেটঃ ১৬ আগস্ট ২০২৪, ২১:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত

আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণ করে খুনের ঘটনায় আন্দোলনে উত্তাল ভারতের কলকাতা। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। সাধারণ জনগণের সঙ্গে রাস্তায় নেমেছেন টালিউড তারকারাও। তাদের মধ্যে আছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও।

শ্রীলেখা আন্দোলনে রাস্তায় থেকে এই ধর্ষণ ও খুনের ইস্যুতে শুরু থেকেই কথা বলে আসছেন তিনি। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কড়া ভাষায় মন্তব্য করলেন তিনি।

ভারতীয় এক গণমধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি টাকায় বিক্রি হওয়া মানুষ নই। আপনি অনেক নাটক করেন। আপনি ওই সিরিয়ালে, ২১ জুলাইয়ের মঞ্চে সাদা পোশাক পরে চশমা পরে গিয়ে বসে থাকেন। অনেক নাটক করেছেন। আমি জানি এরপরে আপনারা আমার আরও খারাপ অবস্থা করবেন। এমনিতেই করেছেন। আরও করবেন আমি জানি। কিন্তু সবাইকে আপনি কিনতে পারেননি। আর তাদের মধ্যে একজন শ্রীলেখা মিত্র। ক্ষমা করবেন।’ 

গত ৯ আগস্ট সকালে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। এরপরই আন্দোলনে কেঁপে ওঠে কলকাতা। যেই কম্পন এখন ভারত পেরিয়ে গোটা বিশ্বকে নাড়া দিয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.