× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার চলচিত্রে 'হারুনের ভাতের হোটেল'

ডেস্ক রিপোর্ট

২০ আগস্ট ২০২৪, ১৭:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী আপামর ছাত্র-জনতার আন্দোলনের তোপে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালান। এরপর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। একের পর এক মন্ত্রী, এমপি, পুলিশ, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী দের বিভিন্ন অপকর্মের কারণে গ্রেফতার করা হয় এবং পদ থেকে অপসারণ করা হয়। এদের মধ্যে আছেন পুলিশ বিভাগের আলোচিত-সমালোচিত মুখ হারুন–অর–রশিদও।

দেশে ঘটে যাওয়া নানা ধরণের আলোচিত ঘটনা কাজে লাগিয়ে ওয়েব সিরিজ, সিনেমা ইত্যাদি নির্মাণ করার চেষ্টায় আছেন বেশ কিছু নির্মাতা। ডিবির টর্চারসেল আয়নাঘর নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। এবার হারুন–অর–রশিদ এর আলোচিত কিছু কর্মকান্ড নিয়ে নির্মিত হবে ' হারুনের ভাতের হোটেল'।

ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বিভিন্নজনকে ডেকে খাওয়াতেন। খাওয়ানোর সেসব স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন।  

অনেকেই তাই গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেলও বলতেন। অভিনয়শিল্পী জাদু আজাদ ‘হারুনের ভাতের হোটেল’ নামে একটি ছবি পরিচালক সমিতিতে নিবন্ধনও করেন।

সিনেমার বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু। কারা এতে অভিনয় করবেন তা এখনও ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।’

উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে, গত ১০ দিনে ৬টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.