সদ্যই ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশের কিছু সাহসী র্যাপার। তাদের কন্ঠে ঝরা বারুদসম প্রতিবাদী ভাষা বাড়িয়ে দেয় জ্বলতে থাকা বিপ্লবের অগ্নি স্ফুলিঙ্গ। এরমধ্যে এক র্যাপার হান্নান তার 'আওয়াজ উডা' গানটির জন্য গ্রেফতার হন। আগামীকাল (২২ আগস্ট) সন্ধ্যায় র্যাপারদের নিয়ে এ কনসার্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ।
গতকাল (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
পোস্টটিতে তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাপারদের নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যে কনসার্টের আয়োজন করা হয়েছে। র্যাপাররা এবার ছাত্র-নাগরিক অভ্যুত্থানের ভাষা নির্মাণে বিপুল ভূমিকা রেখেছে।
তিনি জানান, ছাত্র-নাগরিক অভ্যুত্থানের যে প্রতিরোধের স্পিরিট, তা ব্যক্ত হয়েছে র্যাপারদের কণ্ঠে। প্রতিরোধ এখনো শেষ হয়নি।
জুলাইয়ে জোয়ার ওঠা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে পরিণত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। ছাত্র-জনতার এই আন্দোলনকে বেগবান করতে ভূমিকা রাখে কার্টুন, গ্রাফিতি ও র্যাপ গান।