× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যৌন অপরাধের অভিযোগে ব্যান্ড ছাড়লেন কে পপ তারকা

ডেস্ক রিপোর্ট

৩১ আগস্ট ২০২৪, ১৫:২০ পিএম

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ কোরীয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড এনসিটির সদস্য তেইলের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিতর্কের সৃষ্টি হওয়ায় ব্যান্ড ছেড়েছেন ৩০ বছর বয়সী তেইল।

গত বুধবার (২৮ আগস্ট) ব্যান্ডের এজেন্সি এসএম এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ব্যান্ড থেকে সরে দাঁড়িয়েছেন তেইল। পুলিশকে যৌন অপরাধের তদন্তের বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করছেন তিনি।

‘ঘটনাটিকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তিনি (তেইল) আর ব্যান্ডের সঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে পারেন না', বিবৃতিতে লিখেছে এসএম এন্টারটেইনমেন্ট।

তেইলের সঙ্গে পারস্পরিক আলোচনার ভিত্তিতেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে এনসিটি। ব্যান্ডের একজন সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় সবার কাছে ক্ষমা চেয়েছে এনসিটি।

যদিও তেইলের বিরুদ্ধে যৌন অভিযোগের ব্যাপারে বিস্তারিত কিছু এখনও প্রকাশ্যে আসে নি।

২০১৬ সালে প্রথম গান প্রকাশ করে এনসিটি। ব্যান্ডটির বিশ্বজুড়ে পরিচিতি রয়েছে। এনসিটির পাশাপাশি সাব ইউনিট এনসিটি ১২৭–এর সদস্যও ছিলেন তেইল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.