× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আত্মহত্যা থেকে এক নারীকে ফেরালেন বন জোভি

ডেস্ক রিপোর্ট

১২ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৭ পিএম । আপডেটঃ ১২ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৭ পিএম

জন বন জোভি ছবিঃ সংগৃহীত

আশির দশক কাঁপানো হার্ডরক ব্যান্ড বন জোভির খ্যাতি বিশ্বজোড়া। ব্যান্ডটির ভোকাল জন বন জোভি প্রায়শই মানবতাবাদী কাজে ব্যস্ত সময় কাটান। সম্প্রতি ৬২ বছর বয়সী আমেরিকান এই রক কিংবদন্তি এক নারীকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে প্রশংসায় ভেসেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির আজ (১২ সেপ্টেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানা যায়। 

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গ্যরাজ্যের ন্যাশভিলে একটি মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়েছিলেন জন বন জোভি। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সেখানে কাম্বারল্যান্ড নদীর ওপরে একটি ব্রিজের রেলিং ধরে নদীতে লাফ দেবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এক নারী। ন্যাশভিল মেট্রোপলিটান পুলিশ ডিপার্ট্মেন্টের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেওয়া এক ভিডিও তে দেখা যায় এসময় অন্যান্য পথচারীরা যে যার মত হেঁটে যাচ্ছিল। 

তখন ওই ব্রিজে শুটিং এর জন্য জন বন জোভি এবং তাঁর টিম সেখানে উপস্থিত ছিল। ভিডিওটিতে দেখা যায় যখন পুরো টিম শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিল তখন জন ওই নারীর দিকে এগিয়ে যান। রেলিং এর দিকে ঝুঁকে তিনি ওই নারীকে হাত নেড়ে হ্যালো বলেন এবং দুজনের কথাবার্তা শুরু হয়। একপর্যায়ে জন  সেই নারীর সিদ্ধান্ত পাল্টাতে সক্ষম হন এবং কাছে থাকা আরেক পথচারীকে ডেকে দুজন মিলে সেই নারীকে টেনে ব্রিজের ওপরে তোলেন। আবেগে জন কে জড়িয়ে ধরেন তিনি। ভিডিওতে দেখা যায় জন তাকে নিয়ে ব্রিজটি থেকে সরে যান।

এ ঘটনায় ভিডিওটি আপলোড করে ন্যাশভিল মেট্রোপলিটান পুলিশ ডিপার্ট্মেন্ট জন বন জোভি ও তার টিমকে ধন্যবাদ জানায়। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.